ইসির ১৬০ কর্মী করোনায় আক্রান্ত, তবুও মেতেছে নির্বাচনী উৎসবে!
এইচ এম জুয়েল:- দেশে করোনা ভাইরাস মহামারীতে বিশ্ব যখন নিমজ্জিত। চারিদিকে মৃত্যুর মিছিল বেড়েই চলছে, ঠিক তখনই নির্বাচন কমিশনের (ইসি) দেশে বিভিন্ন পর্যায় নির্বাচনে মেতে উঠছেন। করোনার থাবায় ইসির ১৬০ জন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৭ জন। গত (২৫ জুলাই) করোনা মারা যান সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেনসহ ইসির কর্মী মোহাম্মদ এনামুল হক। তবুও থেমে নেই তাদের নির্বাচনী উৎসব। বর্তমানে কঠোর বিধি-নিষেধ চলাকালীন ২৮ জুলাই সিলেট-৩ আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহন হওয়া কথা। কিন্তু রিট করায় হাইকোর্টে স্থগিত করেছে।
জানা গেছে, সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে নির্বাচন কমিশনের অন্তত পাঁচ জন কর্মকর্তা করোনভাইরাসে আক্রান্ত হন।এবং সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন মারা জন।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৫৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে সোমবার ২৪৭, রোববার ২২৮, শনিবার ১৯৫, শুক্রবার ১৬৬, বৃহস্পতিবার ১৮৭ ও বুধবার ১৭৩ জনের মৃত্যু । এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৭৭৯ জনের। এবং শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জনে।
উল্লেখ্য দেশে এই মহামারীর মধ্যেও সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও অনেকগুলি সংসদ উপ-নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে আমজনতা ও ভোটাররা একত্রিত হওয়ায় কারণে তাদের মধ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এখন মহামারী আকার ধারণ করছে। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসির সাত কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন। এবং নির্বাচন কমিশনের মোট ১৬০ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭১ জন। বাকিরা কেউ হাসপাতালে আবার কেউ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে, নারায়ণগঞ্জ বন্দর থানায় কর্মরত সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইবুর ও ঝিনাইদহের কালিগঞ্জের অফিস সহায়ক মো. বাবলুর করিম, মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাবেক নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা, চট্টগ্রামের সাবেক জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান এবং পটুয়াখালীর কলাপাড়ার সাবেক অফিস সহায়ক শহিদুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলেও জানান ইসির যুগ্মসচিব।