হিজলা (বরিশাল) সংবাদদাতাঃ দৈনিক ইত্তেফাকের সার্কুলেশন বিভাগের সিনিয়র স্টাফ এম আব্দুল মতিন হোসেনের মা সিদ্দিকা বেগম(৮৫)বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১২ টার সময় ঢাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সিদ্দিকা বেগম হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের মৃত্যু মোঃ মোবারক আলী হাওলাদারের স্ত্রী।তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।মৃত্যুকালে ৩ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বেলা ১১ টার সময় জানাজা শেষে হিজলা সরকারি ডিগ্রি কলেজের পাশে পারিবারিক কবরস্থানে তাহাকে দাফন করা হয়েছে।মায়ের জন্য এম আব্দুল মতিন সকলের কাছে দোয়া চেয়েছেন। এম আব্দুল মতিন হোসেনের মায়ের মৃত্যুতে হিজলা প্রেসক্লাবের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা এবং মৃতের রুহের মাগফিরাত কামনা করা হয়।