২০১৯ সালের ২৮শে অক্টোবর এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। তার আগে ওয়ানডে বিশ্বকাপে ৬০৬ রান করার পাশাপাশি নেন ১১ উইকেট। স্বপ্নের মতো এক বিশ্বকাপ শেষ করার পর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ৫৫ রান ও ৫ উইকেট নেন সাকিব। এরপর জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ৯৬ রান ও ৪ উইকেট শিকার সাকিবের। দারুণ ছন্দে থাকাকালীন নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। গত বছরের ২৮শে অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হলেও সাকিবের ফেরা হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তন হবে টাইগার অলরাউন্ডারের। জাতীয় দলের সঙ্গে যোগ দিতে আজ রোববার সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব।