ভান্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক দক্ষিণ চড়াইল আশ্রায়ন প্রকল্পের ৩০ জন বেকার যুব মহিলাদের আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে হাঁস-মুরগি পালনের উপার ৭ দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে স্থানীয় চড়াইল আব্দুল আলী সিনিয়র মাদ্রাসার হলরুমে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক অশোক কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ ইমাদুল হক খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ভান্ডারিয়া এবং উপসহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহীদুল হকের সঞ্চালনায় ও শিউলি রানীর বেপারী সার্বিক ব্যবস্থাপনায়। আরো বক্তব্য রাখেন মোহাম্মদ সাইদুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল আলী সিনিয়র মাদ্রাসা চড়াইল, মোঃ জিয়াউল ইসলাম ইউপি সদস্য ৪ নং ওয়ার্ড, গৌরীপুর ইউনিয়ন পরিষদ। স্থানীয় যুবক সালমান খান ও রফিকুল ইসলাম এছাড়াও উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ সানাউল্লাহ এবং গীতা পাঠ করেন বন্যা রানী। এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য মুরুব্বিয়ান সহ প্রশিক্ষনার্থীরা।